ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন করলেন না সানি–ববি, কে নিলেন সেই দায়িত্ব?

December 5, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৩: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন অবশেষে বুধবার, ১১ নভেম্বর হরিদ্বারে সম্পন্ন হলো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর নাতি করণ দেওলই এই শেষ ধর্মীয় আচার সম্পন্ন করেন। যদিও সানি দেওল এবং ববি দেওল সেই সময় উপস্থিত ছিলেন, বিশেষ কারণে তারা সরাসরি বিসর্জন স্থানে যেতে পারেননি।

বিষয়টি নিশ্চিত করেন পুরোহিত রোহিত শ্রোত্রীয়, তিনি ANI-কে জানান— “ধর্মেন্দ্র জির পরিবার এখানে এসেছিলেন। প্রথমে তাঁদের ইচ্ছে ছিল হর কি পৌরিতে বিসর্জন দেওয়ার, কিন্তু কিছু কারণে সানি ও ববি সেখানে যেতে পারেননি। তাই করণ দেওল অস্থি বিসর্জনের আচার সম্পূর্ণ করেন। ‘পিণ্ড দান’-এর নিয়মও সম্পন্ন হয়েছে। পুরো দেওল পরিবারই এতে যুক্ত ছিল।” পুরোহিত আরও জানান, আচার শুরুর পূর্ববর্তী আনুষ্ঠানিক অংশ একটি ব্যক্তিগত হোটেলে সম্পন্ন হয়।

বিসর্জন চলাকালীন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পরিবারের সদস্যরা সাদা পোশাকে, আবেগে ভরা পরিবেশে, একে অপরকে জড়িয়ে ধরে শান্তভাবে প্রার্থনা করছেন। ধর্মেন্দ্রর অস্থি পিলিভিত হাউসে রাখা হয়েছিল এবং সেখান থেকেই পরিবারের সদস্যরা বিসর্জন স্থানে যান। সেই কাজ সম্পন্ন হওয়ার পরপরই পরিবার হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, ধর্মেন্দ্র ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতার কারণে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। অল্প উন্নতি হলেও শেষপর্যন্ত মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। সেদিনই সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য, যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খানসহ বলিউডের বহু তারকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen