‘ভারত নিরপেক্ষ নয়…’ ইউক্রেন ইস্যুতে পুতিনের সামনেই বড় বার্তা মোদীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৫: ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান ঠিক কী, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা দীর্ঘদিনের। অবশেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সামনে দাঁড়িয়েই সেই অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বহু প্রতীক্ষিত শীর্ষ বৈঠকে মোদী সাফ জানালেন, এই সংঘাতের আবহে ভারত মোটেও ‘নিরপেক্ষ’ (Neutral) নয়, বরং ভারত রয়েছে ‘শান্তির’ (Peace) পক্ষে। কারণ, এই সময় যুদ্ধের নয়, শান্তির।
শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন, লোক কল্যাণ মার্গে দুই রাষ্ট্রনেতার একান্ত বৈঠকে এই বার্তা দেন মোদী। তিনি বলেন, “ইউক্রেন সংঘাত শুরুর পর থেকেই আমাদের মধ্যে নিরন্তর কথা হয়েছে। ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে। আমি বিশ্বাস করি, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বকে ফের শান্তির পথে ফিরিয়ে আনবে।” মোদী যখন এই কথা বলছেন, তখন তাঁর পাশে বসে গভীর মনোযোগে তা শুনছিলেন রুশ প্রেসিডেন্ট।
বৈঠকে পুতিনকে ‘ভারতের প্রকৃত বন্ধু’ বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক রাজনীতির নানা টানাপড়েনের মাঝে বিশ্বাসই এখন সবচেয়ে বড় শক্তি। গত এক দশকে এটি ছিল দুই নেতার ১৯তম মুখোমুখি সাক্ষাৎ। মোদীর কথায়, প্রতিটি সাক্ষাৎ ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করেছে। তিনি পুতিনকে উদ্দেশ করে বলেন, “আপনি নিয়মিত আমাদের সব পরিস্থিতি জানিয়েছেন। বিশ্বাসই আমাদের বড় সম্পদ। দেশের মঙ্গল শান্তিতেই নিহিত। আর সেই পথেই আমরা একসঙ্গে বিশ্বকে এগিয়ে নিয়ে যাব।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরে পা দিয়েছে। পশ্চিমী দেশগুলির কঠোর নিষেধাজ্ঞায় পুতিনকে কার্যত একঘরে করার চেষ্টা যখন জোরদার, ঠিক সেই সময়েই নয়াদিল্লিতে তাঁর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। অন্যদিকে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে তৎপরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারতের মাটি থেকে শান্তির বার্তা দেওয়া কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈঠকের ফাঁকে এক আবেগঘন মুহূর্তও সাক্ষী থাকে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ‘শ্রীমদ্ভগবদ্ গীতা’ উপহার দেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে মোদী লেখেন, ‘গীতা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা দেয়।’ বৈঠকের আগে মোদী তাঁর X হ্যান্ডেলে লিখেছিলেন, ভারত-রাশিয়া বন্ধুত্ব বহু দশকের পরীক্ষায় উত্তীর্ণ এবং এই সম্পর্কে দুই দেশের মানুষই উপকৃত হয়েছে। অন্যদিকে, সংবাদ মাধ্যমকে দেওয়া এক এক সাক্ষাৎকারে পুতিন স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার নতুন ধাক্কাও ভারত-রাশিয়া সম্পর্ককে নড়বড়ে করতে পারেনি।