কংগ্রেসে অনাস্থা! ঝাড়খণ্ডের পর অপারেশন লোটাসের ইঙ্গিত কি এবার ভূস্বর্গেও?

December 6, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: ইন্ডিয়া জোট কি ভাঙছে? ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পরে এবার বেসুরো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। কংগ্রেস তথা ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিলেন ন্যাশনাল কনফারেন্স (National Conference) প্রধান। তাঁর স্পষ্ট দাবি, ‘‘ইন্ডিয়া জোট বর্তমানে ভেন্টিলেশনে রয়েছে।’’ একইসঙ্গে বিজেপির নির্বাচনী রণকৌশলের ভূয়সী প্রশংসা করে তিনি জল্পনা আরও উসকে দিয়েছেন।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে ওমর আবদুল্লা জোটের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে গেলেও, তাঁর বক্তব্যে হতাশার সুর ছিল স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ওমরের এই ‘বেসুরো’ অবস্থান কি তবে ভূস্বর্গেও ‘অপারেশন লোটাস’-এর ইঙ্গিত দিচ্ছে?

কংগ্রেসের (Congress) দিকে অভিযোগের আঙুল তুলে ওমর জানান, জোট নিজের দোষেই নীতীশ কুমারের (Nitish Kumar) মতো নেতাকে বিজেপির দিকে ঠেলে দিয়েছে। ‘ইন্ডিয়া’ জোট (India alliance) গঠনের সময় নীতীশ কুমারের উদ্যোগকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। ওমর বলেন, ‘‘যে বৈঠকে নীতীশ কুমারকে জোটের আহ্বায়ক (কনভেনর) করার দাবি উঠেছিল, ঠিক সেই বৈঠকেই অন্য এক নেতা সেই দাবি খারিজ করে দেন।’’ তাঁর মতে, এই অবহেলাই নীতীশকে এনডিএ (NDA) শিবিরে ভিড়তে বাধ্য করেছে।

বিজেপির (BJP) আদর্শের বিরোধী হলেও, তাদের নির্বাচন লড়ার ক্ষমতার প্রকাশ্যে প্রশংসা করেছেন ওমর। বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly elections) ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ফলাফল জোটকে হতাশায় ডুবিয়ে দিয়েছে। এই মুহূর্তে এমন নেতার প্রয়োজন যিনি এই হতাশা থেকে জোটকে টেনে তুলতে পারবেন। ঝাড়খণ্ডের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন, ‘‘ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ইন্ডিয়া বা বিহারের মহাজোটের অংশ ছিল না। যদি কাল তাঁরা সরে যান, তবে দোষ কার হবে?’’

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ইভিএম কারচুপির তত্ত্বকে পুরোপুরি সমর্থন না করলেও, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর। তিনি বলেন, ‘‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে কারচুপি করা সম্ভব-এটা আমি বিশ্বাস করি না। তবে নির্বাচনে অন্যভাবে কারচুপি হতে পারে। ভোটার তালিকায় গরমিল করা বা নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন)-এর মাধ্যমে ফলাফল প্রভাবিত করা সম্ভব।’’

তবে কি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ওমর? এই জল্পনার উত্তরে তিনি কংগ্রেস সাংসদ শশী থারুরের সুরেই কথা বলেছেন। ওমরের দাবি, রাজ্যের উন্নয়নের স্বার্থে ও ভালো কাজের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাঁর কোনও আপত্তি নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen