আবারও হেনস্থার শিকার হয়ে ওড়িশায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজছাত্রীর

December 7, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.১৪: লাগাতার হেনস্থার শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক কলেজছাত্রী। ঘটনাটি ঘটেছে ডবল ইঞ্জিন ওড়িশার সুন্দরগড় জেলা। দেহের প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ, ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বিগত ছ’মাসের মধ্যে ওড়িশায় এমন পাঁচটি ঘটনা ঘটল। প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত ওড়িশার নারী নিরাপত্তা ঘিরে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন তরুণী। মধ্যরাতে হঠাৎ তরুণীর চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সকলের। তাঁরা তরুণীকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। পরিবারের অভিযোগ, কন্যার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করে, কারণ জানতে চাইলে তরুণী জানান, এক ব্যক্তি তাঁকে লাগাতার উত্ত্যক্ত করছেন। নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চলতি বছরের জুলাইয়ে বালেশ্বরে এক ছাত্রী, কলেজের অধ্যাপক এবং অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হন। পুরীর বলাঙ্গায় এক কিশোরী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে ওই জুলাই মাসেই। আগস্টে কেন্দ্রাপড়ায় এক কলেজছাত্রী তাঁর সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে আত্মঘাতী হয়েছেন। আগস্টেই বড়গঢ় জেলায় এক স্কুলছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। লাগাতার একই ধরণের ঘটনা ঘটায় বিজেপি শাসিত ওড়িশার আইন-শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen