ইরানে হিজাব না-পরে ম্যারাথনে অংশগ্রহণ মহিলারদের, গ্রেপ্তার দুই আয়োজক
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৪: ইরানে (Iran) গ্রেপ্তার হলেন ম্যারাথন দৌড়ের আয়োজকরা। হিজাব না-পরা মহিলারদের ম্যারাথনে অংশগ্রহণ করতে দেওয়ার অপরাধে আয়োজকদের গ্রেপ্তার করা হয়েছে, বলে জানা যাচ্ছে। ইরানের দক্ষিণ উপকূলের কিশ দ্বীপে ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। ওই ম্যারাথনে ২০০০ মহিলা এবং ৩০০০ হাজার পুরুষ আলাদা আলাদাভাবে অংশ নিয়েছিলেন। হিজাব না পরেও মহিলারা অংশ নেন।
এতেই ইরানের বিচার বিভাগের রোষে পড়েন আয়োজকরা।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিয়ম ছিল। কিন্তু ম্যারাথনের ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায়, হিজাব পরেননি কেউ। এমনকী মহিলাদের মাথায় কোনওরকম আবরণ ছিল না। যা ইরানের পোশাকবিধির বিরোধী। ইরানের আইন অনুযায়ী, মহিলাদের সর্বত্র হিজাব পরে থাকতে হয়। না-মানলে কঠোর শাস্তি!
পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে ইরানের বিচারবিভাগের নির্দেশে ম্যারাথনের দুই আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, হিজাব না-পরা মহিলাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উদারপন্থীরা। কট্টরপন্থীরা ‘শালীনতা লঙ্ঘনে’র অভিযোগ তুললেও আয়োজকদের কুর্নিশ জানাচ্ছেন উদারপন্থীরা।
প্রসঙ্গত, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাব তথা পোশাক ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল। গোটা বিশ্ব ওই প্রতিবাদকে সমর্থন করেন।