প্রচারই সার! মোদীর GST লাঘবের মাস্টারস্ট্রোকে সুরাহা মোটে ৩৪ টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৬: GST কমানো নিয়ে ঢাক পেটাতে ত্রুটি করেননি মোদী এবং তাঁর দল। নরেন্দ্র মোদীর চালু করা GST, নরেন্দ্র মোদী লাঘব করেছেন এবং নিজের পিট চাপড়ে নিয়েছেন!
ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘জিএসটি বিপ্লব’ ঘোষণা করেছিলেন। ২২ সেপ্টেম্বর থেকে কেন্দ্র বিভিন্ন পণ্যের উপর GST কমিয়েছে বা নয়া হার বসিয়েছে। দেদার প্রচার চলেছে মূল্যবৃদ্ধির চাপ থেকে দেশবাসীকে স্বস্তি দেবে এই পদক্ষেপ। আদতে হয়েছে পর্বতের মূষিক প্রসব! নামমাত্র সাশ্রয় হয়েছে। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আওতাধীন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি’র রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
গ্রাম ও শহরে গড় মাসিক খরচের উপর GST-র নয়া হারের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে, গ্রামের মানুষের খরচ কমেছে মাসে মাত্র ৩৪ টাকা। শহরে তা ৬০ টাকারও কম। ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি’র রিপোর্ট গত মাসে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আম জনতার উপর থেকে জিএসটির দায় কমেছে মাত্র ১ শতাংশ। সামগ্রিকভাবে ৫ থেকে ৭ শতাংশ GST মেটাতে হত, এখন তা ৪ থেকে ৬ শতাংশ হয়েছে।
২০২২-২৩ অর্থবর্ষের ‘ন্যাশনাল স্যাম্পল সার্ভে’র তথ্য অনুসারে, গ্রামীণ অঞ্চলে মানুষ মাসে মাথা পিছু গড়ে ৩,৪০০ টাকা খরচ করেন। শহর এলাকায় মাথা পিছু গড় মাসিক ব্যয় ৫,৭৫৭ টাকা। রিপোর্টে আরও বলা হয়েছে, জিএসটি নেই, এমন পণ্য কিনতে আগে গ্রামের ক্রেতারা গড়ে ৮৯৭ টাকা খরচ করতেন। জিএসটির নয়া হার ঘোষণার পর তা বেড়ে হয়েছে ১,২১০ টাকা। একটি ধাপ ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ৫ শতাংশ স্ল্যাবের আওতায় মাসিক খরচ ৫৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১৭ টাকা। ১২ শতাংশের স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ১৮ শতাংশ জিএসটির হারের পণ্যগুলি কিনতে ক্রেতারা মাসে গড়ে ৫১২টাকা খরচ করতেন। তা কমে হয়েছে ৩৭৮ টাকা।
নয়া হার লাগু হলেও আদতে মানুষের উল্লেখযোগ্য সুবিধা হয়নি। মূল্যবৃদ্ধির যাঁতাকলে পিষতে থাকা আম জনতা রেহাই পায়নি। মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারের প্রচার কেবল প্রচার সর্বস্ব ঢক্কানিনাদ হিসাবেই থেকে গিয়েছে।