‘৫০০ কোটি’ মন্তব্যের জের, সিধু-পত্নীকে সাসপেন্ড করল কংগ্রেস

December 8, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩১: পাঞ্জাব কংগ্রেসের (Punjab Congress) অন্দরে ফের বড়সড় ফাটল। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধুর (Navjyot Singh Sidhu) স্ত্রী ডা. নভজ্যোৎ কৌর সিধুকে দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস (Congress)। মূলত মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু বিতর্কিত মন্তব্য এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

ঘটনার সূত্রপাত দিন দুয়েক আগে। এক জনসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের নির্বাচন প্রক্রিয়া এবং দলের অবস্থান নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নভজ্যোৎ কৌর। তিনি বলেছিলেন, “আমরা সবসময় পাঞ্জাব এবং পাঞ্জাবিয়তের পক্ষে কথা বলি… কিন্তু আমাদের কাছে ৫০০ কোটি টাকা নেই যা দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারি।” তাঁর এই মন্তব্য পরোক্ষে দলের শীর্ষ নেতৃত্বের সততা এবং স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলে দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, অর্থের বিনিময়েই হয়তো মুখ্যমন্ত্রীর পদ নির্ধারিত হয়, যা কংগ্রেসের মতো দলের জন্য অত্যন্ত অস্বস্তিকর।

শুধু ‘৫০০ কোটি’ টাকার প্রসঙ্গই নয়, স্বামী নভজ্যোৎ সিং সিধুর রাজনীতিতে ফেরা নিয়েও দলকে একপ্রকার শর্ত দিয়েছিলেন কৌর। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি নভজ্যোৎ সিং সিধুকে ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’ বা ‘মুখ্যমন্ত্রী মুখ’ হিসেবে ঘোষণা করে, তবেই সিধু সক্রিয় রাজনীতিতে ফিরবেন।

কৌরের এই পরপর মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছিলেন পাঞ্জাব কংগ্রেসের নেতারা। এরপরই শনিবার দলের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার ফলে পাঞ্জাব কংগ্রেসের সঙ্গে সিধু পরিবারের দূরত্ব যে আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen