তীব্র ভূমিকম্পে তছনছ জাপান! জারি সুনামি সতর্কতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৫: সপ্তাহের শুরুতেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে জাপান (Japan)। সোমবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে একাধিক রাস্তায় বড়সড় ফাটল ধরে যায়। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কার পাশাপাশি উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা (Tsunami warning)।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-গর্ভের ৫৩.১ কিলোমিটার গভীরে। জাপানের মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার উত্তর-পূর্বে প্রথম এই কম্পন অনুভূত হয়। এরপর ক্রমশ হোক্কাইডো, আমোরি এবং ইওয়া বা ইওয়াতে (Iwate) শহরের দিকে ছড়িয়ে পড়ে কম্পন।
কম্পন শুরু হওয়ামাত্রই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাটি নড়ে উঠতেই প্রাণভয়ে মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা গিয়েছে, আতঙ্কে মানুষ ছোটাছুটি করছেন এবং একে অপরকে সতর্ক করে চিৎকার করছেন, ‘‘মাটিতে শুয়ে পড়ুন, একদম উঠবেন না।’’ ভূমিকম্পের জেরে জাপানের একাধিক রাস্তায় বড় ফাটল ধরার ছবিও প্রকাশ্যে এসেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামির প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস বা ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করা হয়েছে।