অভয়ার স্মৃতিতে তৈরি মূর্তি নকল! বিস্ফোরক অভিযোগ শিল্পীর বিরুদ্ধে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫০: আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো ইস্তফা দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে, প্রশ্ন তুলেছেন আন্দোলনের নানা বিষয় নিয়ে। এই আবহে আরজি করে অভয়ার স্মৃতিতে করার মূর্তি নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। অভিযোগ, মূর্তিটি অর্থাৎ ক্রাই অফ দ্য আওয়ার আদতে নকল!
শিল্পী অসিত সাঁই নকল করেছেন, এমনই অভিযোগ শিল্পী সুদীপ্ত বেতালের। সুদীপ্তর অভিযোগ, মূর্তিটি আদতে তাঁর আঁকা একটি ছবির হুবহু নকল। সুদীপ্তর দাবি, ২০১৯ সালে সে ছবি তিনি এঁকেছিলেন। গুগল ফটোজ-এ তা ‘সেভ’ করেও রেখেছিলেন। প্রমাণ স্বরূপ সেই তারিখ এবং সময় দেখিয়েছেন শিল্পী। আর্কাইভে দেখা যাচ্ছে, ২০১৯ সালের ২৪ আগস্ট ছবি এঁকেছিলেন সুদীপ্ত। উল্লেখ্য, সুদীপ্তের দাবি অনুযায়ী, ছবি আঁকার পাঁচ বছর পরে ওই মূর্তি তৈরি হয়েছে।
উল্লেখ্য ২০২৪-র আগস্টে আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর মূর্তি তৈরি করেন ভাস্কর অসিত সাঁই। অসিত দাবি করেছিলেন, অভয়ার মৃত্যুতে নাকি যন্ত্রনার ছবি তাঁর চেতনায় ভেসে উঠেছে। যদিও সুদীপ্তের তথ্য আদতে অসিতের দাবিকেই মিথ্যে প্রমাণ করল। সুদীপ্তর দাবি, “উনি নাকি অভয়ার ঘটনার পর ঘুমোতে পারেননি। সারা রাত জেগে ওই মূর্তির সৃষ্টি করেছেন। সর্বৈব মিথ্যে। ওটা তো আমার আঁকা একটি স্কেচ টুকে বানানো। অথচ কোথাও আমায় স্বীকৃতি দিলেন না।” উল্লেখ্য, ২০১৮-১৯ সালে অসিত সাঁইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতেন সুদীপ্ত। সুদীপ্তর দাবি, সেই সময় এই ছবি তিনি অসিতকে দেখিয়েছিলেন।
অসিত সাঁই অভিযোগ অস্বীকার করেছেন। তবে একাধিক তত্ত্ব উঠে এসেছে তাঁর জবাবে। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে তিনি নিজেই এই ছবিটি এঁকেছিলেন। যা থেকে পরবর্তীতে ক্রাই অফ দ্য আওয়ার তৈরি করেছেন। আবার কখনও বলছেন, মূর্তি ওই উত্তাল সময়ের স্বতন্ত্র সৃষ্টি। তবে শিল্পী সুদীপ্তর অভিযোগ, রাজনৈতিক মদত পান অসিত। অসিতের দাদা এক বাম দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য।
এই প্রথম নয়, এর আগেও ওই মূর্তি নিয়ে কম বিতর্ক হয়নি। প্রথমে শিল্পী দাবি করেছিলেন ওই মূর্তির জন্য তিনি টাকা নেননি। জুনিয়র ডক্টর ফ্রন্ট অডিট রিপোর্টে জানায়, মূর্তি বাবদ ৫১ হাজার টাকা ব্যয় হয়েছে। তখনই শুরু হয় বিতর্ক। শেষমেষ ফ্রন্ট দাবি করে, ৫১ হাজার টাকা দিয়ে নাকি মূর্তির নিচে বেদি তৈরি করা হয়েছে। এখন দেখার নয়া দাবি ঘিরে কতদূর জলঘোলা হয়।