অভিষেকের আশ্বাসের ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, আলিপুরদুয়ারে রূপশ্রীর টাকা না-পাওয়া দুই তরুণীর বাড়িতে বিধায়ক

January 4, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: অভিষেকের সভায় সমস্যা জানাতেই সমাধানের উদ্যোগ শুরু। নতুন বছর পড়তেই জেলা সফর শুরু করেছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আলিপুরদুয়ারে সভা করেন তৃণমূলের সেনাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায় মিলা নাগাশিয়া ও সরস্বতী মুন্ডা জানান, তাঁরা রূপশ্রী প্রকল্পের টাকা পাননি। তখনই দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন অভিষেক।

জানা গিয়েছে, মিলা ও সরস্বতী মাঝেরডাবরি চা বাগানের আউট ডিভিশনে বিবেকানন্দ -২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ১২/১৩০ বুথের বাসিন্দা। দু’বছর আগে নাগরাকাটায় গণবিবাহের আসরে তাঁদের বিয়ে হয়। তারপরই তাঁরা রুপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন। কিন্তু সেই প্রকল্পের টাকা পাননি বলেও জানান।

শনিবার, আলিপুরদুয়ারে মাঝেরডাবির চা বাগানে সভা করেন অভিষেক। সভার শেষে এলাকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তিনি। সেখানে মিলা ও সরস্বতী লিখিত আকারে জানান, তাঁদের বিয়ে সময় আবেদন করেও রূপশ্রী প্রকল্পের টাকা পাননি। ব্যবস্থা নেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আজ, রবিবার দুই তরুণীর বাড়িতে পৌঁছে গেলেন স্থানীয় বিধায়ক। রূপশ্রী প্রকল্পের জন্য তাঁদের থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

সমস্ত কাগজপত্র সংগ্রহ করে বিধায়ক জানান, তাঁরা খুব তাড়াতাড়ি রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন। রবিবার, বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “ওঁদের আবেদনের কিছু সমস্যা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসে মিলা ও সরস্বতীর সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে তা সরকারের কাছে জমা করব। খুব তাড়াতাড়ি এঁরা রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়কে অনেক কৃতজ্ঞতা জানাই।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen