ওড়িশার পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত দুই, অনেকে আটকে থাকার আশঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: ওড়িশার ঢেঙ্কানলে এক অবৈধ পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণের জেরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও বেশকিছু কর্মী খাদানের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে গোপালপুর গ্রামের কাছে মোটাঙ্গা এলাকায়। স্থানীয়দের দাবি, অবৈধ পদ্ধতিতে চলছিল খাদান। ঘটনার কথা জানাজানি হতে প্রশাসন এবং পুলিশ পৌঁছে গিয়েছে। ঘিরে ফেলা হয় ঘটনাস্থল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বিস্ফোরক দিয়ে পাথর ফাটানোর কাজ চলছিল। খাদানের একটা বড় অংশ ধসে যায়। বিস্ফোরণের পরই হুড়মুড়িয়ে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে আসে। চাপা পড়ে যান শ্রমিকেরা। আজ, রবিবার সকালে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পাথরের ভাঙা টুকরো। পাথরের চাঁই ভেঙে পড়ছে খাদানের ভিতরে।
স্থানীয়দের দাবি, আরও কয়েকজন শ্রমিক ধসে চাপা পড়ে আছেন। সাতটি উদ্ধারকারি দল কাজ করছে। আটকে থাকা শ্রমিকদের খনি থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় হাতির যাতায়াত লেগে থাকে। ফলে হাতির ভয়ে উদ্ধারকাজ দ্রুতগতিতে করা সম্ভব হচ্ছে না। এছাড়া দৃশ্যমানতা কমে যাওয়াও উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আরও একটি কারণ।
পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিককে শনাক্ত করা হয়েছে। মৃতেরা বালেশ্বর এবং কেওনঝরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জটিলতায় গত বছরের সেপ্টেম্বরে খাদানের কাজ বন্ধ হয়ে যায়। জানা গিয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ওই খনি মালিককে খনন কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। বাধ্যতামূলক ব্লাস্টিং অনুমোদন না-থাকায় নির্দেশ জারি করা হয়। অভিযোগ, নির্দেশ অমান্য করে সাইটে ব্লাস্টিং চালিয়ে যান মালিক। ডিসেম্বরে খাদানের ইজারার সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। তার পরেও কী ভাবে কাজ চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।