সপ্তাহের প্রথম দিনেই সাগরসফরে মমতা, সোমে মুড়িগঙ্গা উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস

January 4, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: সোমবার সাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অন্যান্য বছরের মতোই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। একাধিক কর্মসূচিও আছে তাঁর। সোমবার কপিলমুনির আশ্রমে যাবেন মমতা। যাবেন ভারত সেবাশ্রম সংঘেও। এই সফরেই মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রায় ছ’বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সেই সাহায্য মেলেনি! বছরের পর বছর কেন্দ্র সরকারকে অনুরোধ-উপরোধ করলেও কোনও উদ্যোগ নেয়নি দেশের সরকার। শেষ পর্যন্ত ২০২৩ সালে এই সাগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের দিকে আর চাতক পাখি হয়ে লাভ নেই, রাজ্য সরকারই নিজের উদ্যোগে গঙ্গাসাগর সেতু গড়ে তুলবে। উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু।

নিজের উদ্যোগে সেতু গড়ছে রাজ্য সরকার। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের এ সেতু তৈরি হলে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং অপর প্রান্তের কচুবেড়িয়া জুড়ে যাবে। গঙ্গাসাগরে যাওয়া পূর্ণ্যার্থী, পর্যটক ও সাগর দ্বীপে বসবাসকারী মানুষের যাতায়াতের সুবিধা হবে। কাউকে আর ভেসেল বা লঞ্চে করে মুড়িগঙ্গা পেরোতে হবে না। সরাসরি গাড়ি নিয়ে সেতু পেরিয়ে অল্প সময়ে পৌঁছনো যাবে গঙ্গাসাগরে। সেতু নির্মাণের জন্য ১৭০০ কোটি টাকা খরচ হবে। পুরোটাই দিচ্ছে রাজ্য সরকার। টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে। সোমবার এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত যাতায়াতে বিপ্লব ঘটাবে গঙ্গাসাগর সেতু। জানা যাচ্ছে, সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভসূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু প্রকল্পে আনুমানিক খরচ প্রায় ১,৬৭০ কোটি টাকা ধরা হয়েছে। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। জমির অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে, গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ হবে বলে খবর।

এছাড়াও প্রশাসনিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলার একাধিক প্রকল্পের উদ্বোধন হবে। হেলিপ্যাডের পাশেই পুণ্যার্থীদের জন্য তৈরি ১০০ শয্যার হোস্টেলের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও সাগরে তৈরি হওয়া মন্দিরের উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen