Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনেই মেট্রো বিভ্রাট, ভোগান্তির শিকার যাত্রীরা

January 5, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৪৭: শহরের লাইফ লাইন মেট্রো কি ক্রমেই শহরের বোঝা হয়ে উঠছে? আজ, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনের শুরুতেই মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে আংশিক ব্যাহত হয় পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রো পরিষেবা ব্যাহতের কারণ এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, সোমবার পরিষেবা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমস্যা শুরু হয়। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী দু’টি মেট্রো বাতিল করা হয়। ঘোষণা করা হয়, মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকেও মহানায়ক উত্তর কুমার বা টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চালু ছিল। আপ এবং ডাউনে কুঁদঘাট থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। যার জেরে নাজেহাল হন যাত্রীরা।

মেট্রোর ভোগান্তি প্রায় প্রতিদিনের সমস্যা হয়ে উঠেছে। কিছু না কিছু কারণে, লেগেই রয়েছে সমস্যা।
যার জেরে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। মেট্রো যাত্রীদের অভিযোগ, নতুন নতুন রুট চালু হওয়ার পর থেকে ব্লু লাইনে অব্যবস্থা চরমে পৌঁছেছে। এক গুচ্ছ অভিযোগ করছেন তাঁরা। অভিযোগ, সময়মতো মেট্রো চলে না। দরজা বন্ধ না-হওয়ার সমস্যা রয়েছে। কোনও ঘোষণা না করেই বাতিল করে দেওয়া হয় মেট্রো। সব মিলিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen