কাকভোরে অসমে ভূমিকম্প, কম্পনের তীব্রতা ৫.১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৪: কড়া ঠান্ডার মাঝেই ভূমিকম্প কাঁপল অসম। সোমবার ভোরে কম্পন অনুভূত হয় অসমে। যার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। ভোররাতে ত্রিপুরাতেও ভূমিকম্প হয়েছে বলে খবর। অসমে কম্পনের মাত্রা ছিল ৫.১। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষয়তির কোনও খবর পাওয়া যায়নি।
দেশের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, সোমবার, ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ অসম-সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের মরিগাঁও জেলা। মাটি থেকে প্রায় ৫০ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।
কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে। ভোর ৪টে নাগাদ ভূমিকম্প হয়, সেই সময়ে অনেকেই ঘুমোচ্ছিলেন। কম্পনের জেরে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন মানুষজন। অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। যদিও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।
ব্রহ্মপুত্রের দুই তীরের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। কামরূপ মহানগর, নগাঁও, পূর্ব ও পশ্চিম কার্বি আংলং, হোজাই, গোলাঘাট, জোরহাট, শিবসাগর, চরাইদেও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ি, গোলপাড়া সহ প্রায় সব জেলাই কেঁপে ওঠে। উত্তর অসমের দরং, তামুলপুর, সোনিতপুর, কামরূপ, বিশ্বনাথ, উদালগুড়ি, বরপেটা, বাক্সা, চিরাং, কোকরাঝাড়, বঙাইগাঁও এবং লখিমপুরেও কম্পন অনুভূত হয়।
অসম ছাড়া ভূমিকম্পের প্রভাব পড়ে গোটা উত্তর-পূর্ব ভারতে। অরুণাচল প্রদেশের কিয়দাংশ, গোটা মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং বাংলার বেশ কিছু এলাকায় কম্পন টের পাওয়া যায়। এমনকি ভুটানের মধ্য-পূর্বাংশ, বাংলাদেশের কিছু এলাকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।