বাম শাসিত কেরলে SAI-র হোস্টেলে দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহনন? উঠছে প্রশ্ন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.২৫: বৃহস্পতিবার বাম শাসিত কেরলের কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) হোস্টেল থেকে দুই নাবালিকা অ্যাথেলিটের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খুন না আত্মহত্যা? উত্তর খুঁজতে তদন্তে নেমে পুলিশ।
বৃহস্পতিবার সকালে দুই কিশোরীর ঘর থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতা দুই নাবালিকা কোঝিকোড় এবং তিরুঅনন্তপুরমের বাসিন্দা।
তাদের বয়স যথাক্রমে ১৭ ও ১৫ বছর। তারা যথাক্রমে দ্বাদশ এবং দশম শ্রেণির ছাত্রী। কোল্লামে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ায় মৃতা কিশোরীদের একজন কবাডি এবং অন্যজন অ্যাথেলিটের প্রশিক্ষণ নিচ্ছিলেন।
আজ, ভোর পাঁচটা নাগাদ অনুশীলনে না-আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। বারে বারে ডাকাডাকিতেও দরজা খোলেনি দুই অ্যাথেলিট। সাই কর্তৃপক্ষ দরজা ভাঙে। ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, আলাদা ঘরে থাকার ব্যবস্থা হলেও রাতে তারা একসঙ্গে ছিল। দুই কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।