Nipah Virus Update: দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি, দাদরা থেকে এল বিশেষ ওষুধ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: রাজ্যে নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্কের আবহে কিছুটা স্বস্তির খবর শোনাল স্বাস্থ্য দপ্তর । বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসার প্রয়োজনে দাদরা থেকে বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধও আনা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) নিশ্চিত করেছে যে, রাজ্যে নতুন করে আর কারও শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই নার্সের মধ্যে একজনের জ্ঞান ফিরেছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা সম্ভব হয়েছে। অন্যজন এখনও অত্যন্ত সংকটজনক অবস্থায় থাকলেও গত দু’দিনের তুলনায় তাঁর অবস্থার সামান্য উন্নতি লক্ষ্য করেছেন চিকিৎসকরা। তাঁর ট্র্যাকিওস্টমি (Tracheostomy) করা হয়েছে। নতুন করে অবস্থার কোনও অবনতি হয়নি।
পুণেতে (Pune) নমুনা পরীক্ষার পর ওই দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরেই তাঁদের বারাসতের ওই হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। গত সোমবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) এই সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোটা পরিস্থিতির ওপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন। রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
আক্রান্তরা কীভাবে সংক্রমিত হলেন এবং কাদের সংস্পর্শে এসেছিলেন, তা জানতে জোরকদমে চলছে ‘কন্ট্যাক্ট ট্রেসিং’। তদন্তে জানা গিয়েছে, অসুস্থ হওয়ার কিছুদিন আগেই ওই দুই নার্স পূর্ব বর্ধমানের কাটোয়ায় গিয়েছিলেন। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, কাটোয়ায় তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন, সেই অনুযায়ী ৪৮ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই ৪৮ জনের স্বাস্থ্যের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবন থেকে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।
অন্যদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালে এক চিকিৎসক এবং এক নার্সকে ভর্তি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, তাঁরা ওই দুই নিপা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। বর্তমানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।