নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’-এ আর্ত মানুষের পাশে অভিষেক, বৃদ্ধার কান্না মুছিয়ে-দিলেন সুচিকিৎসার আশ্বাস

January 15, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৮: ‘শুভেন্দু গড়’ নন্দীগ্রামে দাঁড়িয়েই সাধারণ মানুষকে উন্নত ও সুচিকিৎসার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়িতে বহু প্রতীক্ষিত ‘সেবাশ্রয়’ মডেল ক্যাম্পের সূচনা করলেন তিনি। ডায়মন্ড হারবারের গণ্ডি পেরিয়ে নন্দীগ্রামের মানুষের আবেদনে সাড়া দিয়ে অভিষেকের এই উদ্যোগ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন দুপুরে খোদামবাড়িতে পৌঁছেই ক্যাম্প পরিদর্শন শুরু করেন অভিষেক। শিবিরের প্রতিটি পরিকাঠামো ও চিকিৎসার ব্যবস্থা নিজে খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষের সঙ্গে। তৃণমূলের ‘সেনাপতি’কে কাছে পেয়ে স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জনসংযোগের সময় এক নজিরবিহীন ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকে নন্দীগ্রাম। ভিড়ের মধ্যে এক অশীতিপর বৃদ্ধা স্নেহের পরশে অভিষেককে জড়িয়ে ধরেন। নিজের শারীরিক কষ্ট ও সাহায্যের আর্তি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন অভিষেক। বয়স্ক মানুষদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আপনাদের শারীরিক সমস্যার কথা এখানে জানান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এখান থেকে সুচিকিৎসা পাবেন।’’

কেবল বয়স্করাই নন, তরুণ প্রজন্মের আবদার মেনে এদিন হাসিমুখে সেলফিও তোলেন অভিষেক। ক্যাম্পে একদিকে যেমন চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীদের পরিষেবার খোঁজ নিলেন, তেমনই স্থানীয়দের অনুরোধও মেটালেন ধৈর্য সহকারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এদিনের কর্মসূচিতে অভিষেকের একটি ‘কৌশলী চাল’ বিশেষ নজর কেড়েছে। ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে ফিতে না কেটে, নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের দিয়ে এই মহৎ অনুষ্ঠানের সূচনা করান। অভিষেকের এই সিদ্ধান্ত নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অত্যন্ত গভীর রাজনৈতিক বার্তা বহন করছে।

ডায়মন্ড হারবার এবং ব্যারাকপুরে ‘সেবাশ্রয়’ ক্যাম্পের অভূতপূর্ব সাফল্যের পর থেকেই নন্দীগ্রামের বাসিন্দারা তাদের এলাকায় এমন একটি শিবিরের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিতে সাড়া দিয়েই আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামের দুটি ব্লকে এই বিশেষ চিকিৎসা শিবির চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen