আইপ্যাক কর্তার বাড়ির CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২০: আইপ্যাক (I-PAC)-ED বিবাদ মামলায় বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংলগ্ন এলাকার যাবতীয় সিসিটিভি (CCTV) ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল শীর্ষ আদালত। একই সঙ্গে ইডি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা সমস্ত FIR-এর ওপর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে নোটিস জারি করেছে আদালত। জানানো হয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ ফেব্রুয়ারি। শীর্ষ আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির আগে পর্যন্ত মধ্যবর্তী এই সময়ে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং তার আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ রাজ্য সরকারকে সংরক্ষণ করতে হবে।
অন্যদিকে, এই ঘটনায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় দু’টি এবং বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় দু’টি FIR দায়ের করা হয়েছিল। এ দিন সেই সবকটি FIR-এর ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।
এ দিন শুনানিপর্বে বিচারপতি পিকে মিশ্র বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। ইডির তদন্তে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘ইডির তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের হস্তক্ষেপের অভিযোগ অত্যন্ত গুরুতর।’’ পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, কোনও কেন্দ্রীয় এজেন্সি নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত থাকা কোনও রাজনৈতিক দলের কাজে অহেতুক হস্তক্ষেপ করতে পারে না।