ভোটকেন্দ্রে লাইন ভেঙে ভোট দেওয়ার অভিযোগ, জনরোষের মুখে ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী

January 15, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: মাত্র কিছুদিনের ব্যবধানের মধ্যেই ফের বিতর্কের কেন্দ্রে মথুরার তারকা সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী। কখনও খেলোয়াড়দের সঙ্গে আচরণ নিয়ে সমালোচনা, আবার কখনও ভোটকেন্দ্রে সাধারণ মানুষের ক্ষোভ—সব মিলিয়ে তাঁর নাম ঘিরে চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার সকালে বৃহন্মুম্বই পুরসভার ভোট দিতে গিয়ে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে, যার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভোট দিয়ে বেরনোর পর একদল প্রবীণ নাগরিক হেমা মালিনীকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। অভিযোগ ছিল, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁরা ভোট দিতে পারেননি, অথচ তারকা-রাজনীতিক হওয়ায় হেমা নাকি বিশেষ সুবিধা পেয়েছেন। সাধারণ মানুষের এই প্রশ্নবাণে কিছুটা ঘাবড়ে যান অভিনেত্রী। শেষ পর্যন্ত পুলিশি সহায়তায় নিজের সহকারীকে এগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

তবে বিতর্কের মাঝেও ড্যামেজ কন্ট্রোলে নামতে দেরি করেননি হেমা। ভোটকেন্দ্রের বাইরে পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে হাসিমুখে তর্জনীতে ভোটের কালি দেখিয়ে বলেন, “দেখো, আমি হাসছি। এবার আর বলো না আমি হাসি না।” এই মন্তব্যেই ফের উঠে আসে দিন কয়েক আগের মথুরার ক্রীড়া প্রতিযোগিতার প্রসঙ্গ, যেখানে পুরস্কার বিতরণের সময় তাঁর গম্ভীর মুখ ও রূঢ় ভঙ্গি নিয়ে সমালোচনা হয়েছিল।

সম্প্রতি স্বামী ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোকের মধ্যেই রয়েছেন হেমা মালিনী—এ কথা আগেই জানিয়েছিলেন তিনি। সেই মানসিক অবস্থার মধ্যেও এদিন তাঁর হাসি দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাপারাজ্জিরাও। বিতর্ক থাকলেও, রাজনীতি ও ব্যক্তিগত জীবনের চাপ সামলে ফের নিজেকে সংযতভাবে তুলে ধরার চেষ্টা করলেন ‘ড্রিম গার্ল’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen