SIR শুনানির দিনই মর্মান্তিক পরিণতি! মুর্শিদাবাদে ‘আতঙ্কে’ মৃত্যু বৃদ্ধের, কাঠগড়ায় কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) শুনানির দিনেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জের রামেশ্বরপুর চাচণ্ড গ্রামে। মৃতের নাম পুটু শেখ। পরিবারের অভিযোগ, শুনানির নোটিস ও নথিপত্র সংক্রান্ত মানসিক চাপ সহ্য করতে না পেরেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি পুটু শেখ সহ তাঁর ছেলে ও পুত্রবধূর নামে SIR-র শুনানির নোটিস আসে। অভিযোগ, নোটিসে বৃদ্ধের নামের বানানেও ভুল ছিল (‘পুটু’র বদলে ‘পুট’)। এই ত্রুটি এবং নথিপত্র জোগাড় করা নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা যখন শমসেরগঞ্জ বিডিও অফিসে শুনানির জন্য গিয়েছিলেন। তখন বাড়িতে একা থাকা অবস্থাতেই হৃদ্রোগে আক্রান্ত হন ওই বৃদ্ধ। বাড়ি ফেরার পথেই তাঁর মৃত্যুর খবর পান পরিজনেরা।
বিডিও অফিসের বাইরে দাঁড়িয়ে মৃতের পুত্রবধূ বিউটি খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআইআর-এর চাপেই উনি মারা গেলেন। আমরা নথি জমা দিতে এসেছিলাম, এসে শুনলাম উনি আর নেই।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই মুর্শিদাবাদের কান্দিতে বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে ৮১ বছরের এক বৃদ্ধা স্ট্রোকে আক্রান্ত হন। পরপর এমন ঘটনায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ও সাধারণ মানুষের হয়রানি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।