SIR: বাংলা-সহ পাঁচ রাজ্যে বাড়ল খসড়া তালিকার ভুল সংশোধন ও আপত্তির আবেদনের মেয়াদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: বাংলা সহ মোট পাঁচ রাজ্যে বাড়ল খসড়া ভোটার তালিকার ভুল সংশোধন ও আপত্তিজনিত আবেদনের মেয়াদ। চারদিন সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের ইনিউমারেশন পর্বের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কোনও ভুল বা আপত্তি থাকলে তা সংশোধন করার আবেদনের মেয়াদ ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত। কমিশন সময় বাড়িয়ে জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি, সোমবার পর্যন্ত আবেদন করা যাবে। বাংলা ছাড়াও গোয়া, লক্ষদ্বীপ, রাজস্থান ও পুদুচেরির জন্য মেয়াদ বাড়ানো হয়েছে।
কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষিতে বিভিন্ন দলের তরফে এখনও পর্যন্ত কমিশনের কাছে মাত্র আটটি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তালিকায় তিনজন ভোটারের নাম তোলার আবেদন জানিয়ে তৃণমূল ৩টি অভিযোগ জানিয়েছে। তৃণমূলের দাবি, খসড়া তালিকা থেকে ওই সব ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। সিপিআইএম দু’টি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, বহুজন সমাজ পার্টির তরফে ১টি অভিযোগ জমা পড়েছে। প্রত্যেক দলই তালিকায় নাম নথিভুক্তির আবেদন জানিয়েছে। কোনও দলের তরফেই নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়নি।
প্রসঙ্গত, ইনিউমারেশন পর্বের পর ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়। তার প্রেক্ষিতে আপত্তি বা অভিযোগের জন্য এক মাস সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমাই আরও চার দিন বৃদ্ধি করল কমিশন। আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) চিঠি দিয়ে কমিশন সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছে।