নোবেল পেলেন ট্রাম্প? নিজের পুরস্কার মার্কিন প্রেসিডেন্টকে দিলেন মাচাদো
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫০: অবশেষে স্বপ্নপূরণ হল ট্রাম্পের! নোবেল শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), তবে এ পুরস্কার নিজের অর্জন নয়। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado) নিজের নোবেল পুরস্কার তুলে দিলেন ট্রাম্পের হাতে। নোবেল শান্তি পুরস্কার পেয়েই, তা ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করে এই পুরস্কার মার্কিন প্রেসিডেন্টকে দিয়ে এসেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী।
কেন এমন করলেন মাচাদো? নিজেই জানিয়েছেন কারণ। ভেনেজুয়েলায় ‘স্বাধীনতা’ ফেরানোর প্রতিশ্রুতি রক্ষার জন্য নিজের পুরস্কার ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নেন মাচাদো। প্রসঙ্গত, ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে গিয়েছে। মাদুরো অপহরণের ঘটনাকে মাচাদো দেশে স্বাধীনতা প্রতিষ্ঠার সঙ্গে তুলনা করেছেন।
বৃহস্পতিবার, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন মাচাদো। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্পকে ধন্যবাদ জানান মাচাদো। বৈঠকের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “উনি (মাচাদো) দারুণ একজন মহিলা। আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার একটা দারুণ নজির এটা। ধন্যবাদ মারিয়া।” হোয়াইট হাউস জানিয়েছে, এখন থেকে নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পের কাছে থাকবে। অন্যদিকে, পুরস্কার যে হস্তান্তর সম্ভব নয়, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল নোবেল কমিটি। নোবেল কমিটি জানায়, শান্তি পুরস্কার কারও সঙ্গে ভাগ করা, প্রত্যাহার করা বা স্থানান্তরিত করা যায় না।
প্রসঙ্গত, বার বার একাধিক যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করে, নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার বলে সরব হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। তাঁর দাবি, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন, প্রতিটি যুদ্ধ থামানোর জন্য একটি করে নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল বলে দাবি করেছিলেন তিনি। বারাক ওবামার নোবেলপ্রাপ্তি নিয়েও কটাক্ষ করেছিলেন ট্রাম্প।