এবার শুনানির নথি আপলোড করতে পারবেন ভোটাররাই, জানুন উপায়

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: এবার শুনানির নথি ভোটাররা নিজেরাই আপলোড করতে পারবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নথি আপলোড করার পর ভোটারদের প্রাপ্তি স্বীকারের প্রমাণ হিসাবে অ্যাকনলেজমেন্ট কপিও দেওয়া হচ্ছে। যাঁদের এপিক কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে, তাঁরাই কেবল এই সুযোগ পাবেন।

কীভাবে একজন ভোটার নিজেই শুনানির নথি আপলোড করতে পারবেন?
প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে eci.gov.voters.in ওয়েবসাইট যেতে হবে। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে সংশ্লিষ্ট ভোটার ভোটার্স সার্ভিস পোর্টালে ‘লগ ইন’ করবেন। প্রথমেই দেখা যাবে এসআইআর সংক্রান্ত ট্যাব। নীচে থাকা অপশনে নথি আপলোড করার সুযোগ দেওয়া রয়েছে। ‘সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড’ নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে ভোটারের এপিক নম্বর বা তাঁকে যে শুনানির নোটিশ ইস্যু করা হয়েছে তার রেফারেন্স নম্বর দিতে হবে। এরপরই নথি আপলোড করতে পারবেন ভোটার। কমিশন নির্ধারিত ১৩টি নথি গ্রহণযোগ্য। অন্য কোনও নথি দেওয়া যাবে না।

উল্লেখ্য, কোনও ভোটার যদি অন্য নথি আপলোড করতে চান, তাহলে তাঁকে নীচে দেওয়া ‘অ্যাড ডকুমেন্ট’ অংশে ক্লিক করতে হবে। তারপর আপলোড করতে হবে অন্য নথি। আপলোড পর্ব শেষে প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট নম্বরও মিলবে।

প্রসঙ্গত, এপিকের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না-থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। ৮ নম্বর ফর্ম পূরণ করে মোবাইল নম্বর ‘লিংক’ করাতে হয়। বাস্তবে দেখা যাচ্ছে, বাংলার কোটি কোটি ভোটারের এপিক ও মোবাইল সংযোগ নেই। ফলে তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen