ঝাড়খণ্ডে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, বিক্ষোভ মুর্শিদাবাদে

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ঝাড়খণ্ডে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু মুর্শিদাবাদে। অভিযোগ, বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিককে খুন করা হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে গলায় ফাঁস দেওয়া দেহ। খুনের খবর বেলডাঙায় পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। জ্বালানো হয় টায়ার। ব্যাহত হয় রেল চলাচল। জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি।

জানা গিয়েছে, মৃতের নাম আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা আলাউদ্দিন শেখের বয়স ৩৬ বছর। বছর পাঁচেক আগে কাজের আশায় ঝাড়খণ্ড যান তিনি। তিনি ফেরিওয়ালার কাজ করতেন। আলাউদ্দিনের জামাইবাবু ওসমান শেখ জানান, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছিল আলাউদ্দিনকে। এমনই ফোনে জানান আলাউদ্দিন। তিনি ফোনে জানিয়েছিলেন, সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখিয়েও বিশেষ লাভ হচ্ছে না। তিনি এই ঘটনার আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ মোবাইল। শুক্রবার সকালে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ।

পরিবারের অভিযোগ, যে ছবি তাঁরা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে রয়েছেন আলাউদ্দিন। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় যুবককে খুন করা হয়েছে। তারপর গলায় ফাঁস দেওয়া হয়েছে। এই মৃত্যুর খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। রেল লাইন অবরোধ করেন একদল। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী ও ব়্যাফ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen