আফগানিস্তানে সস্তা ও গুণমানে জয়জয়কার ভারতীয় ওষুধের

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: আফগানিস্তানের ওষুধের বাজারে দীর্ঘদিনের আধিপত্য হারিয়েছে পাকিস্তান ও তুরস্ক। গুণমান এবং অবিশ্বাস্য সস্তা দামের জেরে ‘কাবুলিওয়ালার দেশে’ এখন ভারতীয় ওষুধের, বিশেষ করে ভারতীয় প্যারাসিটামলের (Paracetamol) জয়জয়কার।

গত অক্টোবর-নভেম্বরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে। এর জেরে ইসলামাবাদ থেকে ওষুধ আমদানি কমানোর সিদ্ধান্ত নেয় তালিবান প্রশাসন। এই সুযোগকেই কাজে লাগিয়ে আফগান ওষুধের বাজারে বড়সড় জায়গা করে নিয়েছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো।

সম্প্রতি ফজল আফগান নামের এক ব্লগারের সোশ্যাল মিডিয়া পোস্ট এই পরিবর্তনের বাস্তব চিত্র তুলে ধরেছে। তিনি জানান, জ্বরের জন্য বহুল প্রচলিত পাকিস্তানি ‘প্যারল’ (Parol) কিনতে গিয়ে তিনি দেখেন, ১০টি পাকিস্তানি ট্যাবলেটের দাম ৪০ আফগানি। অথচ সমমানের ভারতীয় প্যারাসিটামলের ১০টি ট্যাবলেটের দাম মাত্র ১০ আফগানি। অর্থাৎ, পাকিস্তানের তুলনায় চারগুণ কম দামে এবং উন্নত কার্যকারিতার ভারতীয় ওষুধ এখন আফগানদের প্রথম পছন্দ।

আফগান উপপ্রধানমন্ত্রী আবদুল ঘানি বরাদরও পাকিস্তানি ওষুধের নিম্নমানের সমালোচনা করে ভারত ও মধ্য এশিয়ার দেশগুলোর ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে ভারত ইতিমধ্যেই প্রায় ১০০ মিলিয়ন ডলারের ওষুধ কাবুলে রপ্তানি করেছে। পাশাপাশি, মানবিক খাতিরে ভারত সরকারের পাঠানো ৭৩ টন জীবনদায়ী ওষুধ দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে। বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে এখন ‘মেড ইন ইন্ডিয়া’ মানেই সস্তা ও ভরসাযোগ্য ব্র্যান্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen