MSME-তে বাজিমাত পশ্চিমবঙ্গের, ‘বাংলাই মডেলে’ই কেন্দ্রীয় শিল্পনীতিতে রদবদলের সুপারিশ নীতি আয়োগের

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: ‘বাংলাই মডেলে’ই কেন্দ্রীয় শিল্পনীতিতে! ক্ষুদ্র ও কুটিরশিল্পে (MSME) জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিল নীতি আয়োগ। রাজ্যের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পকে ‘মডেল’ হিসেবে তুলে ধরে কেন্দ্রীয় স্তরের শিল্পনীতিতে বড়সড় রদবদলের সুপারিশ করা হয়েছে আয়োগের সাম্প্রতিক রিপোর্টে।

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের একাধিক এমএসএমই প্রকল্প চালু থাকলেও বাস্তবে তার প্রয়োগ ও কার্যকারিতা অত্যন্ত সীমিত। অধিকাংশ উদ্যোক্তাই জানেন না তাদের জন্য কী সুবিধা বরাদ্দ রয়েছে। তাছাড়া একাধিক মন্ত্রকের অধীনে প্রকল্পগুলি ছড়িয়ে থাকায় বিভ্রান্তি বাড়ে এবং অর্থের অপচয় হয়। এই হতাশাজনক চিত্রের বিপরীতে পশ্চিমবঙ্গের ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’, ‘কর্মসাথী’, ‘বাংলাশ্রী’, ‘শিল্পসাথী’, ‘টেক্সটাইল ইনসেন্টিভ স্কিম’ ও ‘শিল্প দিশা’-র মতো মোট ১১টি প্রকল্পের ভূয়সী প্রশংসা করা হয়েছে। আয়োগ স্বীকার করেছে, এই প্রকল্পগুলি রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

বাংলার এই সাফল্যকে নজরে রেখেই নীতি আয়োগের পরামর্শ, রাজ্যের সফল প্রকল্পগুলিকে মডেল হিসেবে ধরে এগোতে হবে কেন্দ্রকে। সুপারিশ করা হয়েছে, কেন্দ্রীয় স্তরে সমস্ত এমএসএমই প্রকল্পকে একত্রিত করে একটি ‘একক পোর্টাল’ চালু করার। পাশাপাশি, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ব্যবধান কমিয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথাও বলা হয়েছে। আয়োগের স্পষ্ট বার্তা, প্রশাসনিক সমন্বয় এবং দক্ষ শ্রমিকের অভাব দূর করতে না পারলে MSME ক্ষেত্র কর্মসংস্থানের ভরসা হয়ে উঠতে পারবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen