বাংলার মন পেতে উপহারের ডালি! ফের দু’দিনের বঙ্গ সফরে মোদী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: আর কয়েক মাস বাকি বঙ্গ নির্বাচনের। আর তার আগেই বাংলার মন পেতে উপহারের ডালি সাজিয়ে দু’দিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১৭ ও ১৮ তারিখ মালদহ ও হুগলির সিঙ্গুরে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, এই সফরে তিনি রাজ্যের জন্য ৪ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
শনিবার মালদহ থেকে দেশের প্রথম হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন এবং কোচবিহারের বৈদ্যুতিক লাইনের উদ্বোধন-সহ প্রায় ৩,২৫০ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়াও আরও ৪টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন মোদী।
সফরের দ্বিতীয় দিন, রবিবার হুগলির সিঙ্গুরে থাকবেন প্রধানমন্ত্রী। সেখানে ৮৩০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। যার মধ্যে অন্যতম বলাগড়ে বন্দর গেট সিস্টেম এবং তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্পের অন্তর্গত জয়রামবাটি-ময়নাপুর নতুন রেল লাইন। সব মিলিয়ে সপ্তাহান্তে প্রধানমন্ত্রীর এই ‘হাই ভোল্টেজ’ সফর ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।