সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় অভিযুক্ত, তাঁকেই বিপুল ভোটে জেতাল মহারাষ্ট্রের জনতা!

January 16, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫: মহারাষ্ট্রের পুরভোটে গণতন্ত্রের কোন ইঙ্গিত? মহারাষ্ট্রের পুরভোটে (Maharashtra Civic Polls 2026) বিপুল জয়ী হল সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত। মহারাষ্ট্রের জালনা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে তিনি ২,৬২১ ভোটে জিতেছেন। খুনের মামলায় জামিনে থাকা একজন অভিযুক্তের এই রাজনৈতিক প্রত্যাবর্তনে দানা বেধেছে তীব্র বিতর্ক।

সূত্রের খবর, অতীতে একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনায় যোগ দিলেও প্রবল সমালোচনার মুখে তাঁকে টিকিট দেওয়া হয়নি। তবে ওই ওয়ার্ডে নিজেদের প্রার্থী না দিয়ে শিন্ডে শিবির কার্যত নির্দল প্রার্থী শ্রীকান্তকেই পরোক্ষ সমর্থন জানিয়েছিল। ফল ঘোষণার পর আবির খেলে ও রাস্তায় নেচে উল্লাস প্রকাশ করেন শ্রীকান্ত, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।

উল্লেখ্য, ২০১৭ সালে সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় আততায়ীদের অস্ত্র জোগান দেওয়ার অভিযোগ রয়েছে শ্রীকান্তর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ (UAPA)-সহ একাধিক গুরুতর ধারায় মামলা বিচারাধীন। গত বছরই তিনি জামিন পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিচারাধীন গুরুতর মামলার আসামির এই জয় নির্বাচনে অপরাধ ও রাজনীতির যোগসাজশ এবং নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন এঁকে দিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen