মা-বাবাকে হারিয়ে দাদুর কাছে মানুষ, SIR আতঙ্কে আত্মঘাতী মালদহের রাজবংশী বধূ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: রাজ্যে SIR প্রক্রিয়া চলাকালীন আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটল। নথিপত্র জোগাড় করতে না পেরে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী হলেন মালদহের (Malda) মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ এলাকার বাসিন্দা বানোতি রাজবংশী (৩৬)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্মের আগেই বাবা এবং মাত্র তিন বছর বয়সে মাকে হারিয়েছিলেন বানোতি। দাদুর কাছে বড় হন তিনি। সম্প্রতি SIR-এর ফর্ম ফিলাপের জন্য প্রয়োজনীয় বাবা-মায়ের মৃত্যু শংসাপত্র বা নিজের জন্মের প্রমাণপত্র তাঁর কাছে ছিল না। বাপের বাড়ির জমির দলিলের জন্য আত্মীয়দের কাছে অনুরোধ করলেও তা পাননি। স্বামী সোমেশ রাজবংশী জানান, নথি জমা দেওয়ার নোটিস পাওয়ার পর কাগজ জোগাড় করতে না পারায় চরম আতঙ্কে ভুগছিলেন তাঁর স্ত্রী। সেই আতঙ্ক থেকেই গত মঙ্গলবার বিষ খান তিনি। শুক্রবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু অভিযোগ করেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে (Election Commission) ব্যবহার করে মানুষকে হেনস্থা করছে, যার ফলেই এই মৃত্যু।