‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন’, অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে আরজি দেবের

January 16, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫: টলিউডের অন্দরে চলা দীর্ঘদিনের ঠান্ডা লড়াই। এর মাঝে এবার সরাসরি সহকর্মী অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) পাশে দাঁড়ালেন সুপারস্টার ও সাংসদ দেব (Dev)। অনির্বাণের ওপর চলা অলিখিত ‘নিষেধাজ্ঞা’র বিরুদ্ধে সরব হন দেব। তিনি জানালেন, প্রয়োজনে তিনি অনির্বাণের হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। তবু যেন এই প্রতিভাবান অভিনেতাকে কাজ করতে দেওয়া হয়। একইসঙ্গে তাঁর আগামী ছবি ‘দেশু-৭’-এ অনির্বাণের থাকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তাও স্পষ্ট করলেন তিনি।

শুক্রবার বিকেলে ইম্পার অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব ফেডারেশন ও অনির্বাণের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি কাউকে ব্যান করে দেওয়ার বিপক্ষে। ফেডারেশন টেকনিশিয়ানদের মাথা, আর আমিও একজন টেকনিশিয়ানের ছেলে। আমার বাবা বম্বেতে ক্যাটারিং করতেন। যদি অনির্বাণকে ক্ষমা চাইতে হয়, তবে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে দয়া করে কাজ করতে দিন। ও এমন একজন অভিনেতা, যাকে বাংলার দরকার। ওর অনেক অবদান বাকি আছে।”

বিগত প্রায় ছয় মাস ধরে অনির্বাণ ভট্টাচার্য কাজ করতে পারছেন না বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দেব সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। দেবের কথায়, “আমি তিন বারের সাংসদ, বাংলার ছেলে, ভাই, সুপারস্টার হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ছেলেটাকে কাজ করতে দিন। এটা অন্যায়।” তিনি মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকেও বিষয়টি দেখার অনুরোধ জানান।

অন্যদিকে, ২০২৬ সালে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু-৭’-এ অনির্বাণ ভট্টাচার্য থাকছেন বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা এদিন নস্যাৎ করে দেন দেব। তিনি বলেন, “খবরটি সম্পূর্ণ ভুয়ো। আমি ছবির জন্য বুম্বাদাকে (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) ফোন করেছি। বুম্বাদা এখনও হ্যাঁ বা না কিছুই বলেননি।” তবে সংবাদমাধ্যমে অনির্বাণের নাম ভেসে ওঠার পর তিনি বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছেন এবং অনির্বাণকে এই ছবিতে নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছেন বলে ইঙ্গিত দেন। যদিও তিনি স্পষ্ট করেন, অনির্বাণের মতো বড় অভিনেতাকে চিত্রনাট্যে যথাযথ জায়গা দিতে না পারলে তিনি তাঁকে ‘মিসইউজ’ করবেন না।

এদিন ইম্পার বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, নিসপাল সিং রানে, রানা সরকার প্রমুখ। সেখান থেকে বেরিয়েই দেবের এই মন্তব্যে টলিপাড়ায় নতুন করে শোরগোল পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen