KKR থেকে মুস্তাফিজুর বাদ পড়ায় T20 বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি বাংলাদেশের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: আইপিএল থেকে বাদ মুস্তাফিজুর! বড় সংঘাতের পথে বিসিসিআই ও বিসিবি। কলকাতা নাইট রাইডার্স (KKR) ৯.২ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিলেও, BCCI-য়ের নির্দেশে শেষ পর্যন্ত IPL খেলা হচ্ছে না বাংলাদেশি এই পেসারের। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ভারতের রাজনৈতিক মহল ও জনমতের চাপে কেকেআরকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) বয়কটের হুমকি দিয়েছে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) সভাপতি মহম্মদ মিঠুন জানিয়েছেন, কেকেআরের চুক্তি বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ ছিল। বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ‘ডব্লিউসিএ’ আইনি সহায়তার জন্য প্রস্তুতও ছিল। কিন্তু মুস্তাফিজুর নিজে বিষয়টি নিয়ে আর এগোতে চাননি। তাঁর ব্যক্তিগত ইচ্ছাকে সম্মান জানিয়েই আইনি পদক্ষেপের ভাবনা বাতিল করা হয়েছে।
মুস্তাফিজুরকে বাদ দেওয়া এবং নিরাপত্তার দোহাই দিয়ে বিসিবি বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকায় পরিস্থিতি জটিল হয়েছে। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চললেও জট এখনও কাটেনি।