মালদহে মোদী, জলপাইগুড়িতে মমতা, মুর্শিদাবাদে অভিষেক, আজ সারাদিন নজর থাকবে আর কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.২০: জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতা ফেরার কথা তাঁর।
শনিবার মালদহ টাউন স্টেশনে উপস্থিত হয়ে হাওড়া-গুয়াহাটি (ভায়া মালদহ) বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন মালদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা তাঁর। সরকারি কর্মসূচির পরে মালদায় মোরগ্রাম মাঠে একটি জনসভা করবেন তিনি।
চলতি জেলাসফরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। মুর্শিদাবাদের বহরমপুরে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় মোহনা বাস স্ট্যান্ড থেকে শুরু হবে এই রোড শো।
সিঙ্গুরে রবিবার সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ২৪ ঘণ্টা আগে সেই সিঙ্গুরেই সভা করতে চলেছে শাসকদল তৃণমূল। বড়া তেলের মোড়ে সভা হবে তৃণমূলের। মূল উদ্যোক্তা সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
জিম্বাবোয়ের বুলাওয়ায়ো শহরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ১টায়।
নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত নতুন করে অবনতি ঘটেনি। তবে তাঁদের মধ্যে এক জন এখনও ভেন্টিলেশনে রয়েছেন। অন্য জনকে ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। যদিও তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকেরা। রাজ্যে নতুন করে নিপায় কেউ আক্রান্ত হননি বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সারাদিন নজর থাকবে এই খবরের দিকে।