রক্ষণাবেক্ষণের কাজে রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

January 17, 2026 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: কলকাতার গুরুত্বপূর্ণ যাতায়াত পথগুলির অন্যতম বিদ্যাসাগর সেতু ফের সাময়িকভাবে বন্ধ থাকতে চলেছে। রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১৮ তারিখ এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা কোনও ধরনের যানবাহন চলবে না বিদ্যাসাগর সেতু দিয়ে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় হুগলি সেতুতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এই কাজের অংশ হিসেবে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই সময়সীমায় সম্পূর্ণভাবে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত।

সেতু বন্ধ থাকাকালীন যানজট এড়াতে একাধিক বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে অথবা কেপি রোডের দিকেও যেতে পারবে। একইভাবে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা যানগুলিকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।

এই ৮ ঘণ্টা সময়কালে সব ধরনের যানবাহনের জন্য হাওড়া ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে দুপুর ১টার পর ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিদ্যাসাগর সেতু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen