ডন ৩-এ কি ফিরছেন শাহরুখ? তবে শর্ত একটাই কাকে চাই কিং খানের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৪০: ডন ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে আবারও জোর জল্পনা বলিউডে। ‘ডন ৩’-এর জন্য আগে ঘোষিত মুখ রণবীর সিং সরে দাঁড়ানোর পর নতুন করে আলোচনায় উঠে এসেছে শাহরুখ খানের নাম। তবে সূত্রের খবর, কিং খান এই আইকনিক চরিত্রে ফিরতে রাজি হলেও তাঁর একটি বড় শর্ত রয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্র অনুযায়ী, শাহরুখ খান চান ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হোন পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এর মতো হাই-অকটেন, ভিজ্যুয়ালি জমজমাট ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করা অ্যাটলির হাত ধরে ছবির স্কেল আরও বড় করা এবং আন্তর্জাতিক দর্শকের কাছে আকর্ষণ বাড়ানোই নাকি শাহরুখের লক্ষ্য। যদিও ছবির মূল পরিচালক হিসেবে ফারহান আখতারই থাকছেন, অ্যাটলিকে গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ ভূমিকায় দেখতে আগ্রহী শাহরুখ।
উল্লেখ্য, ‘ডন ৩’-এ শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংকে নতুন ডন হিসেবে ঘোষণা করা হয়েছিল। অমিতাভ বচ্চন ও শাহরুখের পর ফ্র্যাঞ্চাইজির উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাই ছিল এর নেপথ্যে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর নিজের কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত, পাশাপাশি সৃজনশীল মতপার্থক্য ও শিডিউল সমস্যার কারণে রণবীর এই প্রজেক্ট থেকে সরে যান।
রণবীর সরে যাওয়ায় ছবির মুখ কে হবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই আবহেই ফের শাহরুখের প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে উত্তেজনা। পাশাপাশি শোনা যাচ্ছে, মহিলা মুখ হিসেবে কৃতি শ্যাননের নামও আলোচনায় রয়েছে, যদিও তা এখনও চূড়ান্ত নয়।
তবে এই সমস্ত খবরই আপাতত জল্পনা। শাহরুখ খান, ফারহান আখতার বা প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে ‘ডন ৩’-এ কে হবেন ডন, সেই প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অপেক্ষাই ভরসা।