মালদহে মোদী কিন্তু দিলীপ কলকাতায়, এবারেও প্রধানমন্ত্রীর মঞ্চে ঠাঁই হল না বঙ্গ BJP-র সফলতম সভাপতির?

January 17, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মালদহে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিধানসভা ভোটের প্রাক্কালে একাধিক প্রকল্পের উদ্বোধন সারছেন তিনি। কিন্তু দিলীপ ঘোষ কোথায়? সকালে ফি দিনের মতোই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) দেখা গেল ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারছেন। শাহী নির্দেশের পরেও প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না দিলীপ?

বঙ্গে প্রধানমন্ত্রী সভা করতে এলে মঞ্চ আলো করে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য বিজেপি নেতাদের বসে থাকতে দেখা যায়। ব্রাত্যই থাকেন বঙ্গ বিজেপির সফলতম সভাপতি! সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন। শাহের সঙ্গে দিলীপের কথা হয়। শাহের কথায় মাঠে নেমে পড়েন দিলীপ। প্রশ্ন উঠতে শুরু হয়, বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ দলে ফের গুরুত্ব পাচ্ছেন? কিন্তু আজ ফের একই চিত্র।

মোদীর সভায় তাঁর ব্রাত্য থাকা নিয়ে আজ সকালে তাঁকে প্রশ্ন করা হলে, দিলীপের জবাব; “সব নেতারা সব জায়গায় যান না। পার্টি ঠিক করে দেয় কে, কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয়, তিনি সেখানেই যান।” রবিবার প্রধানমন্ত্রী হুগলির সিঙ্গুরেও সভা করবেন। সেই সভাতে কি থাকবেন দিলীপ? দিলীপ উত্তর দিয়েছেন, “এখনও পর্যন্ত ঠিক নেই! যাদের যাদের বলবেন, তাঁরা যাবেন।” মনে করা হচ্ছে, বঙ্গ বিজেপির প্রভাবশালী শিবির বিজেপির অন্দরে দিলীপকে কোণঠাসা করতে চাইছেন।

উল্লেখ্য, দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ, রিঙ্কু। তারপর থেকে দলে কোণঠাসা প্রাক্তন সাংসদ। দলের সভা, বৈঠকে ডাক পান না তিনি। মনে করা হয়েছিল, শাহী সাক্ষাতের পর তিনি মঞ্চে ডাক পাবেন। কিন্তু মালদহে মোদীর মঞ্চে জায়গা হল না, সিঙ্গুরের মঞ্চে কি ঠাঁই হবে দিলীপের?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen