দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের সূচনা বাংলায়, দুয়ারে ভোট বলেই কি দরাজ মোদী?

January 17, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: ভোটমুখী বঙ্গে বারবার উপহারের ঝুলি নিয়ে এসেছেন মোদী। মেট্রোর নয়া রুট থেকে বন্দে ভারত, এক একবার এক একটি উপহার। বহু প্রকল্পের শিলান্যাস হয়েছে, কিন্তু বাস্তবায়ন কতটা, প্রশ্ন থেকেই যায়। আজ, শনিবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সবুজ পতাকা উড়িয়ে হাওড়া-কামাখ্যা (Howrah-Kamakhya) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনেরও উদ্ববোধন হল। শনিবার দুপুরে প্রথমে মোদী নিজে ট্রেন সফর করেন, সঙ্গে ছিল কচিকাঁচারা। ভোটমুখী বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের সূচনায় মোদী বললেন, ‘মা কালী মা কামাখ্যা জুড়ে গেল’।

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, শনিবার মালদহের পর আগামীকাল রবিবার হুগলির সিঙ্গুরেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মোদী। এখানেই প্রশ্ন ভোট বলেই কি এত উপহারের অবতারণা? রেলের পিঙ্ক বুক কী বলবে? অতীতে দেখা গিয়েছে বাংলা একাধিক রেল প্রকল্প বন্ধ হয়েছে, বরাদ্দ কমেছে এমনকি হাজার টাকা বরাদ্দ হতেও দেখা গিয়েছে বাংলার রেল প্রকল্পের জন্য!

মালদহ স্টেশন থেকে পতাকা উড়িয়ে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনটির সূচনা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সাংসদ ঈশা খান চৌধুরী। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন, আদতে বিজেপির রাজনৈতিক কৌশল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। পাশাপাশি মোদী হিন্দুত্বের তাস খেলতেও ছাড়েননি। মা কালী আর কামাখ্যাকে জুড়ে বন্দে ভারত স্লিপারের উদ্বোধনেও হিন্দুত্বের ছোঁয়া লাগালেন মোদী।

তবে বন্দে ভারত স্লিপারের সূচনাতেই কাঁটা হয়ে থাকল আম জনতার আক্রান্ত হওয়ার ছবি। মালদহ স্টেশনে আরপিএফের অমানবিকতার ছবি ধরা দিল। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের অভিযোগ, প্রধানমন্ত্রী আসবেন বলে প্রতীক্ষারত যাত্রীকে স্টেশন থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen