অসুস্থ সমর্থক, সভা থামিয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: জেলা সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মুর্শিদাবাদ জেলায় কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের সেনাপতির। রোড শো-র পর সভা করছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্যের মাঝেই অসুস্থ হয়ে পড়েন সভায় আসা এক সমর্থক। বক্তব্য থামিয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন খোদ ডায়মন্ড হারবারের সাংসদ।
রোড শো-র শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চালাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সভায় আসা এক তৃণমূল সমর্থক। তৎক্ষণাৎ মাঝপথে সভা থামিয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে সঙ্গে অসুস্থ সমর্থককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ওই সমর্থক সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে।
একবার নয়, অতীতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপ দেখা গিয়েছে। উল্লেখ্য, বিগত রবিবার ফলতার সেবাশ্রয় শিবিরে যাচ্ছিলেন সাংসদ। বিডিও অফিসের মাঠে সেবাশ্রয় শিবিরে যাওয়ার পথে অভিষেক দেখতে পান, এক বৃদ্ধা সংজ্ঞাহীন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তিনি গাড়ি থামান। নেমে বৃদ্ধাকে উদ্ধার করেন। নিজে হাতে প্রাথমিক শুশ্রূষা করেন। এরপর নিজে গাড়ি ডেকে বৃদ্ধাকে সেবাশ্রয় ক্যাম্পে পাঠান। ফলতার শিবিরেই বৃদ্ধার চিকিৎসা হয়।