পরিবার ১১ জনকে শুনানিতে ডাক, আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: SIR-র আতঙ্কে মৃত্যু মিছিল যেন শেষ হচ্ছে না। শুনানির ডাক আসতেই আতঙ্কে আরও একজনের মৃত্যু হল বাংলায়। পরিবারের ১১ জনকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। তারপরই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল বাড়ির কর্তার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়ায়।
মৃতের নাম শেখ আব্দুল আজিজ। ৬২ বছরের ওই বৃদ্ধের ছেলে-বৌমা, নাতি-নাতনি-সহ ১১ জনকে এসআইআরের শুনানিতে ডাকা হয়েছে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। শুক্রবার রাতে পরিচিতদের সঙ্গে আলোচনা করেন। কান্নাকাটিও করেন। বাজারে গিয়েও কয়েকজনের এই নিয়ে কান্নাকাটি করেছেন বলে খবর। বাড়ি ফিরে অসুস্থবোধ করেন তিনি। বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, ছয় পুত্র এবং তিন কন্যার পিতা তিনি। প্রত্যেকেরই বিয়ে হয়ে গিয়েছে। ছেলেদের দাবি, পরিবারের সকলেরই ভোটার কার্ড রয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় বাবা-মায়ের নাম রয়েছে। ভোটার তালিকায় নাম আছে আব্দুলের বড় ছেলে ও বড় বৌমারও। তারপরেও শুনানিতে ডাক নিয়ে চিন্তিত হয়ে পড়েন বৃদ্ধ। পরিবারের অভিযোগ, শুনানির নোটিশ আসায় প্রবল মানসিক চাপে পড়েছিলেন আব্দুল। আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি।