ডাকটিকিটে দেব! সমাজ মাধ্যমে আবেগতাড়িত পোস্ট অভিনেতা-সাংসদের

January 17, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১০: মেগাস্টার দেবের মুকুটের নয়া পালক। তিনবারের সাংসদ শুনানিতে ডাক পেতেই সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এবার ঘাটালের সাংসদ আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের ডাক বিভাগের নতুন ডাকটিকিটে জায়গা পেলেন দেব। ডাকটিকিটে জ্বলজ্বল করছে অভিনেতা-সাংসদের ছবি।

এবার দেবের ছবি ছাপা হল ভারতের ডাক বিভাগের নতুন ডাকটিকিটে। তাতে রীতিমতো আবেগ, আপ্লুত দেব। সমাজ মাধ্যমে দেব জানিয়েছেন, এই স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং মানুষের অগাধ ভালবাসা ও বিশ্বাসের প্রতিফলন। নিজের ছবি ডাকটিকিট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় দেব জানান, ডাকটিকিটে স্থান পাওয়া স্বপ্নের মতো। এমন এক স্বীকৃতি যে পাবেন, তা কখনও কল্পনা করেননি বলেও জানান দেব।

দেবের মতে, কেবল কাজের পুরস্কার নয়, বরং গত কয়েকবছর ধরে মানুষ তাঁকে ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তারই প্রতিফলন এটি। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিয়ে ঘাটালের সাংসদ ভারতের ডাক বিভাগকে কৃতজ্ঞতা জানিয়েছেন। মেগাস্টারের এহেন সাফল্যে খুশি তাঁর অনুরাগীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen