CAA-তে আবেদনেও মেলেনি সাড়া, শুনানিতে ডাক পেয়ে আত্মহনন তাঁতির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: মোদী সরকারের প্রতিশ্রুতিই সার! মেলেনি CAA-তে আবেদনের উত্তর। SIR নিয়ে আতঙ্ক বাড়ছিল। শুনানির ডাক পেতেই চরম সিদ্ধান্ত নিলেন শান্তিপুরের তাঁতি। আতঙ্কে আত্মহত্যা করলেন এক তাঁতি।
মৃতের নাম সুবোধ দেবনাথ, পেশায় তিনি ছিলেন তন্তুবায়। পরিবারের অভিযোগ, সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু উত্তর আসেনি। এসআইআরের শুনানিতে ডাক পান। চেপে বসে আতঙ্ক, ভোটার তালিকায় নাম থাকবে তো? দেশে থাকতে পারবেন তো স্বপরিবারে?
তারপরই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুবোধের মৃত্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক যোগে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “সিএএ-তে আবেদন করেছিলেন সুবোধবাবু, তারপরও তাঁর মধ্যে হতাশা ছিল। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য করছে বিজেপি সরকার।”
সুবোধ থাকতেন শান্তিপুর শহরের ২ নং ওয়ার্ডের ঢাকাপাড়া এলাকায়। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে এসআইআর আবহে হতাশায় ভুগছিলেন তিনি। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ-তে আবেদনও করেছিলেন। পরিবারের দাবি নাম বাদ যাওয়ার আশঙ্কায় ভুগতেন তিনি।
প্রতিদিনের মতোই আজ, শনিবার সকালেও চার নম্বর ওয়ার্ডে কামারপাড়া এলাকাতে তাঁত বুনতে গিয়েছিলেন তিনি। তাঁত বুনছিলেন। অন্যান্য তাঁতিরা পাওয়ার লুমের মেশিন চালাতে অন্যত্র ছিলেন। কিছু সময় পর তাঁদের নজরে আসে সুবোধ কারখানার ঘরে নেই। অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় দেখা যায়, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সুবোধ। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় বাড়িতে।
জানা গিয়েছে, BLO সুবোধ এবং তাঁর স্ত্রীকে শুনানির নোটিশ দিয়েছিলেন। পরিবারের দাবি, হিয়ারিং নিয়ে বিচলিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, যদি তাঁর নাম বাদ যায়, পুলিশ যদি তাঁকে ধরে!