কৃষ্ণনগরে রোড শো অভিষেকের, সিঙ্গুরে সভা মোদীর, ব্রেন স্ট্রোকে আক্রান্ত BLO, সারাদিন নজর থাকবে কোন কোন খবরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: রবিবার নদিয়ার কৃষ্ণনগরে রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১টায় রোড শো শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
শনিবার মালদহের পরে রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলা জুড়ে সাজ সাজ রব। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে।
বৃহন্মুম্বই পুরসভায় ৮৯টি আসনে জিতেছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন তাদের দখলেই গিয়েছে। এই আবহে বিজেপিকে সতর্ক করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, ‘মুম্বইবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ করা বিজেপির দায়িত্ব।’
ব্রেন স্ট্রোকে আক্রান্ত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দু’নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের BLO মাহবুব রহমান মোল্লা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। SIR-এর কাজের চাপেই এই পরিণতি বলে দাবি করেছে পরিবার।