গীতাপাঠের নামে কলেজে ৪০ হাজার টাকা চাঁদা দাবি!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৩: ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকায় গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে চাঁদা বিতর্কে নতুন করে উত্তাপ ছড়াল। একটি সরকারি কলেজের নামে মোটা অঙ্কের চাঁদা তোলার অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিষয়টি পৌঁছেছে রাজনৈতিক স্তর পর্যন্ত, আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।
ঘটনার সূত্রপাত, শুক্রবার সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের প্রস্তুতির সময়। অভিযোগ, ওই অনুষ্ঠানের জন্য মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ৪০ হাজার টাকার চাঁদার একটি বিল পাঠানো হয়। সেই বিলের রসিদ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। কারণ, কলেজটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং এর পরিচালন সমিতির সভাপতি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা।
বিষয়টি জানার পরই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বিরবাহা হাঁসদা। তিনি স্পষ্ট নির্দেশ দেন, কোনও পরিস্থিতিতেই কলেজের তহবিল থেকে ওই সংগঠনকে চাঁদা দেওয়া যাবে না। তাঁর বক্তব্য, কলেজের অর্থ শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন ও উন্নয়নের কাজেই খরচ হওয়া উচিত।
অন্যদিকে, সনাতনী ঐক্য মঞ্চের দাবি, বিতর্কিত বিলটি কলেজ কর্তৃপক্ষের কাছে নয়, বরং কলেজে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের কাছ থেকে সম্মিলিতভাবে স্বেচ্ছা চাঁদা চাওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি মানিকপাড়া এলাকায় ওই সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা। বিতর্কের মাঝেই এখন সেদিকেই নজর সকলের।