SIR শুনানির নোটিস ঘিরে আতঙ্ক, নামখানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এসআইআর (Special Intensive Revision) শুনানির নোটিস ঘিরে চরম মানসিক চাপে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের দাবি, প্রশাসনিক নোটিসের আতঙ্কই কেড়ে নিয়েছে তাঁর প্রাণ।
মৃত ব্যক্তির নাম আবদুল আজিজ (৬২)। নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, আবদুল আজিজের ছয় ছেলে ও তিন মেয়ে—সকলেরই বিয়ে হয়েছে এবং প্রত্যেকের ভোটার কার্ড, আধার-সহ প্রয়োজনীয় নথি রয়েছে। শুধু তাই নয়, ২০০২ সালের ভোটার তালিকাতেও আবদুল আজিজ, তাঁর স্ত্রী, বড় ছেলে ও বড় বউমার নাম নথিভুক্ত রয়েছে।
সম্প্রতি বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা নিয়ম মেনে ফর্মও জমা দেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বিপত্তি—পরিবারের মোট ১১ জন সদস্যকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়। ছেলে, তিন বৌমা এবং নাতি-নাতনিদের নাম শুনানির নোটিসে দেখে গভীর দুশ্চিন্তায় ভেঙে পড়েন আবদুল আজিজ। কয়েকদিন ধরে ঘরে ঘরে নথিপত্র খোঁজাখুঁজি চলছিল। শুক্রবার রাতে স্থানীয় বাজারেও বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। পরিবারের দাবি, সেই রাতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং হৃদরোগে আক্রান্ত হন।
তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।