LIVE IND vs NZ Live: অসাধারন ব্যাটিং কিউইদের, উইকেট ফেলতে মরিয়া ভারত

ইন্দোরে আজ সিরিজ নির্ধারণী লড়াই। রবিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শুভমন গিল। সিরিজে বড় পরিবর্তন এনে প্লেয়িং ইলেভেনে পেসার অর্শদীপ সিংকে সুযোগ দিয়েছে টিম ইন্ডিয়া, বাইরে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। অন্যদিকে, রাজকোটে দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে নেমেছিল, সেই অপরিবর্তিত দলই মাঠে নামিয়েছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায়। ঘরের মাঠে ওয়ানডেতে নিজেদের দুর্দান্ত রেকর্ড বজায় রাখাই ভারতের লক্ষ্য। তবে আজকের ম্যাচ কিউইদের জন্য ঐতিহাসিক হয়ে উঠতে পারে—ভারতের মাটিতে এখনও পর্যন্ত কোনও ওয়ানডে সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। সেই নজির ভাঙার সুযোগ নিয়েই ইন্দোরে মাঠে নেমেছে ব্ল্যাকক্যাপস।
১৬:২০: শতরান করলেন ড্যারেন মিচেল
১৬:১৯: ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৯৭-৩, ফিলিপ্স ৬২, মিচেল ৯৮
১৫:৫৭: ২৯ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১৫২-৩, ফিলিপ্স ৪৩, মিচেল ৭৩
১৫:৩৩: ২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১১৯-৩, ফিলিপ্স ২০ , মিচেল ৬৩
১৫:১১: ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৯৫-৩, ফিলিপ্স ১৩ , মিচেল ৪৬
১৪:৩৩: তৃতীয় উইকেট ম্যাচের, হর্ষিত রানার বলে আউট হয়ে ৩০ রান করে ফিরলেন ইয়ং
১৪:৩০: ১২ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৫৮-২, ইয়ং ৩০, মিচেল ২২
১৪:০২: ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২৭-২, ইয়ং ১৬, মিচেল ৫
১৩:৫০: ৩ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ১১-২, ইয়ং ৪, মিচেল ১