চট্টোপাধ্যায় হল ‘সট্টোপাধ্যায়’, কেন্দ্রীয় মন্ত্রীর উচ্চারণে ফের বিকৃত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৫: আবারও উচ্চারণ বিভ্রাটে বিকৃত বঙ্গ মনিষী! এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে গেলেন বঙ্কিমচন্দ্র ‘সট্টোপাধ্যায়’। এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে ‘বঙ্কিমদা’ বলে বিতর্কে কেন্দ্রে ছিলেন নরেন্দ্র মোদী। বিজেপির কেন্দ্রীয় নেতাদের এই ধারাবাহিক উচ্চারণ বিভ্রাট এবং বাংলার সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিজেপির নেতাদের এই ‘অর্ধ দগ্ধ’ উচ্চারণে ভূলুন্ঠিত হচ্ছে বাংলার গরিমা। একের পর এক ঘটনায় অপমান করা হচ্ছে বাংলাকে। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
বাংলার রাজনীতির অন্যতম ‘এপিসেন্টার’ সিঙ্গুরে মোদী সরকারের এক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়ে বলেন ‘বঙ্কিম চন্দ্র সট্টোপাধ্যায়’। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের কটাক্ষ, অবাঙালি নেতাদের এই ‘সুপুরি মার্কা’ বাচনভঙ্গিতে ভুলুণ্ঠিত হচ্ছে বাংলার মনীষীদের সম্মান।
তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের মুখে বাংলা নাম ও শব্দের বিকৃতি শোনা গিয়েছে। কিছুদিন আগেই ভারতীয় রেলের এক বিজ্ঞপ্তিতে বীরভূমের ‘সিউড়ি’ স্টেশনকে উল্লেখ করা হয়েছিল ‘সৌদি’ স্টেশন হিসেবে।। বাংলার ফুটবল আবেগের সঙ্গে জড়িত মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের নামও রেহাই পায়নি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী দেশের এই দুই শতাব্দী প্রাচীন ক্লাবকে ‘ইস্টবেগন’ ও ‘মোহনবেগন’ বলে সম্বোধন করেছিলেন।
কিছুদিন আগে দিল্লি পুলিশের একটি বিজ্ঞপ্তিতে বাংলা ভাষাকে স্বীকৃতি না দিয়ে তাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছিল, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বাংলার মানুষ। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিচ্ছে, তখন তাদের কেন্দ্রীয় নেতৃত্বের এই ধরণের ভুল তৃণমূলের হাতে বড় হাতিয়ার তুলে দিচ্ছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি ও মোদী সরকার বারবার বাংলা ও বাংলা ভাষাকে অপমান করছে। যাদের মুখে বঙ্কিমচন্দ্রের নামটুকুও সঠিকভাবে উচ্চারিত হয় না, তারা বাংলার গরিমা কীভাবে রক্ষা করবে, সেই প্রশ্নই উঠছে বারে বার।