মুর্শিদাবাদে কমছে অশান্তির আঁচ, কড়া পুলিশি পাহারায় স্বাভাবিক হচ্ছে বেলডাঙা

January 18, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৫: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে টানা দু’দিন ছিল উত্তপ্ত পরিস্থিতি। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga)। রবিবার দুপুর থেকেই কড়া পুলিশি পাহারায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। এলাকায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি।

শুক্রবার থেকে শুরু হওয়া হিংসা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাতে অশান্তি ছড়ানো ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বড়ুয়া মোড়, পাঁচরাহা মোড়-সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ করছে। এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, সিসিটিভি (CCTV) ও সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখে আরও অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, দলমত নির্বিশেষে কাউকেই ছাড় দেওয়া হবে না।

অশান্তির জেরে বিপর্যস্ত ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও রবিবার থেকে সচল হয়েছে। শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল এখন সময়ের নিয়ম মেনেই হচ্ছে। পাশাপাশি, ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাস, অটো ও ট্রেকার চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। রেজিনগর-সহ স্থানীয় বাজারগুলিতে দোকানপাট খুলতে শুরু করেছে। আপাতত পুলিশি টহলে এলাকা শান্ত থাকলেও, প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen