সাতসকালে কেঁপে উঠল রাজধানী দিল্লি, কম্পনের মাত্রা ২.৮

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৫: সোমবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, দিল্লি। আজ, সকালে ২.৮ মাত্রার কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআরে। অল্পমাত্রার কম্পন হলেও, ছড়িয়েছে আতঙ্ক। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। সকাল ৮টা ৪৪ মিনিট ১৬ সেকেন্ডে কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল উত্তর দিল্লি। ভূপৃষ্ঠের প্রায় ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। কম্পনের জেরে দিল্লির কিছু এলাকায় মানুষ ঝাঁকুনি অনুভব করেন। তবে ক্ষয়ক্ষতির খবর নেই। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
উল্লেখ্য, দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ এলাকা। বিশেষজ্ঞদের মতে, এই পাল্লার কম্পন অল্প মাত্রার। এমন কম্পন অতীতেও একাধিকবার রাজধানীতে অনুভূত হয়েছে। উল্লেখ্য, ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বরে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫। ১৪ জানুয়ারি, হরিয়ানার সোনিপতেও মৃদু ভূকম্পন হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৪।