ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে! মৃত অন্তত ২১

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: হাড় হিম করা দৃশ্য! ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ২১ জনের। একই ট্র্যাকে মুখোমুখি এক জোড়া হাইস্পিড ট্রেন, ধাক্কায় দুমড়েমুচেড়ে গেল সব। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে স্পেনে।
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন। এই দুর্ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ বলছেন, ‘‘অভিশপ্ত আর যন্ত্রণাদায়ক রাত।’’

দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ায়। জানা গিয়েছে, রবিবার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন ট্র্যাক বদল করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি ট্রেনের মুখোমুখি চলে আসে মাদ্রিদগামী যাত্রীবাহী ট্রেনটি। ট্রেন দুটি অত্যধিক গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তীব্র সংঘর্ষের জেরে রেলট্র্যাকেরও ক্ষতি হয়।

স্পেনের পরিবহণ মন্ত্রীর মতে, অদ্ভুদভাবে দুটি ট্রেন মুখোমুখি এসে পড়ায় সংঘর্ষ ঘটে। জোরালো সংঘর্ষের অভিঘাতে কোনও কোনও কামরার অংশ অন্তত চার মিটার দূরে ছিটকে গিয়ে পড়েছে। উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ট্রেনের পণ্যবাহী কামরাগুলো দুমড়ে গিয়েছে। তার মধ্যে আটকে রয়েছে মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen