‘খামেনেইয়ের উপর আক্রমণ যুদ্ধ ঘোষণার শামিল’, ট্রাম্পকে পালটা হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৫: আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত ফের চরমে পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ইরানে সরকার বদলের ডাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া ভাষায় তার জবাব দিল তেহরান। ইরানের (Iran) স্পষ্ট বার্তা, সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উপর কোনও আঘাত আসলে তা দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবেই গণ্য করা হবে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন, খামেনেই ‘অসুস্থ’ ও ‘অযোগ্য’। তিনি অভিযোগ করেন, খামেনেই ইরানকে ধ্বংস করছেন এবং হাজার হাজার মানুষকে হত্যার জন্য দায়ী। তাই ইরানে এখন নতুন নেতৃত্ব আনার সময় এসেছে। ট্রাম্পের এই মন্তব্যের পরই এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানান, মার্কিন আগ্রাসনের কড়া জবাব দিতে ইরান প্রস্তুত। খামেনেইয়ের উপর হামলা হলে পরিস্থিতি যুদ্ধের মোড় নেবে বলে বুঝিয়ে দিয়েছে তেহরান।
এদিকে, অভ্যন্তরীণ বিক্ষোভে উত্তাল ইরান। মূল্যবৃদ্ধি, প্রশাসনিক ব্যর্থতা ও কট্টরপন্থী শাসনের প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। ইরানের সরকারি হিসেবে বিক্ষোভে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-এর দাবি, মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে এবং আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালাচ্ছে প্রশাসন।
অন্যদিকে, খামেনেই দেশের এই অস্থিরতার জন্য আমেরিকা ও ইজরায়েলকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, পশ্চিমী শক্তিগুলি দাঙ্গাবাজদের উসকানি দিচ্ছে। দুই রাষ্ট্রপ্রধানের এই পারস্পরিক হুমকি ও বাদানুবাদে নতুন করে বড়সড় সংঘাতের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।