পুজোর বক্স অফিসে বাজিমাতের ছক: দেব–শুভশ্রীর ‘দেশু ৭’-এর অগ্রিম বুকিং শুরু রিলিজের ১০ মাস আগেই

January 19, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বাংলা সিনেমার ইতিহাসে কিছু জুটি থাকে, যাদের নাম একসঙ্গে উচ্চারিত হলেই স্মৃতির দরজা খুলে যায়। সময়ের ব্যবধানে পথ আলাদা হলেও নস্ট্যালজিয়ার টান কখনও মুছে যায় না। ঠিক সেই কারণেই একযুগ পর আবারও পর্দায় ফিরতে চলেছে দেব–শুভশ্রীর ম্যাজিক। ২০২৫ সালে তাঁদের পুনর্মিলন যেমন সিনেপাড়া থেকে বক্স অফিসে উন্মাদনার সুনামি তুলেছিল, তেমনই নতুন সিনেমার দাবিতে মুখর হয়ে উঠেছিলেন অনুরাগীরা।

সব বিতর্ক, দূরত্ব আর মান-অভিমান পেরিয়ে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের পুজোয় মুক্তি পেতে চলা দেব–শুভশ্রীর সপ্তম ছবি, আপাতত যাকে বলা হচ্ছে ‘দেশু ৭’, ইতিমধ্যেই পুজোর বক্স অফিস মহারণে ‘তুরুপের তাস’ হয়ে উঠেছে। বছরের দ্বিতীয় দিনেই ছবির ঘোষণা হতেই যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছিল, রবিবার সকাল থেকে তা আরও তুঙ্গে ওঠে।

রবিবার সকালে বড়সড় চমকের ইঙ্গিত দিয়েছিলেন দেব–শুভশ্রী। আর সোমবার দুপুরে প্রতিশ্রুতিমাফিক ফেসবুক লাইভে এসে শুধু সেই চমক প্রকাশই করলেন না, বরং বাংলা তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্তের কথাও ঘোষণা করলেন।

দেব ও শুভশ্রী জানালেন, এই প্রথমবার কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে রিলিজের ১০ মাস আগে থেকেই অগ্রিম বুকিং শুরু হচ্ছে। সোমবার বিকেল ৩টে থেকে ‘দেশু ৭’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো-এর জন্য টিকিট পাওয়া যাবে বুক মাই শো-তে। মোট ২ হাজার টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে, যার মধ্যে থাকবে বিশেষ ‘গোল্ড টিকিট’। লক্ষ্য একটাই—দর্শকদের জন্য এক অনন্য সিনেমা-উদযাপনের অভিজ্ঞতা তৈরি করা।

দেব–শুভশ্রীর কথায়, “এটা শুধু আমাদের ছবি নয়, এটা বাংলা সিনেমার উৎসব। আমরা দেখাতে চাই—বাংলা সিনেমা ও তার দর্শকরাও পারেন।” পাশাপাশি সিঙ্গল স্ক্রিন হল মালিকদের প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলেও জানান তাঁরা।

চমক এখানেই শেষ নয়। দেব জানালেন, যাঁরা প্রথম দফায় টিকিট কাটবেন, তাঁদের জন্য ফার্স্ট ডে ফার্স্ট শো-তে থাকছে বিশেষ সারপ্রাইজ। দেবের কুড়ি বছরের ইন্ডাস্ট্রি জার্নি উপলক্ষে আপাতত ২০টি সিনেমাহলকে বেছে নেওয়া হয়েছে এই বিশেষ ইভেন্টের জন্য।

তবে অনুরাগীদের সবচেয়ে বড় কৌতূহল—ছবির নাম ও গল্প—তা কি মিটল? পুরোপুরি নয়। লাইভে সিনেমার টাইটেল বা কাস্টিং প্রকাশ্যে আনা হয়নি। তবে শুভশ্রী ইঙ্গিত দেন, “একটু ঝাল, নুন-মিষ্টি—সব মিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।”

আরও একধাপ এগিয়ে দেব জানান, “রোম্যান্স, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ—সবই থাকবে। তবে টাইটেল এখনও চূড়ান্ত হয়নি। পয়লা বৈশাখে পুরো কাস্টিং-সহ সবটা জানাব।” ‘ধূমকেতু’-তে প্রত্যাশিত রোম্যান্স না পাওয়ার আক্ষেপ মাথায় রেখেই এবারের গল্প ও চিত্রনাট্য তৈরি হচ্ছে বলেও জানান তিনি।

নাম এখনও অজানা, গল্প এখনও রহস্যে মোড়া—তবু উত্তেজনার পারদ তুঙ্গে। কারণ এই যাত্রার কেন্দ্রে রয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়—যাঁদের নামই যথেষ্ট এক সময় পুরো হল ভরিয়ে দেওয়ার জন্য। পুজোর বক্স অফিসে শেষ কথা বলবে পর্দাই। আপাতত শুধু অপেক্ষা… কারণ এই গল্পের সেরা অধ্যায়টা এখনও লেখা বাকি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen